Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
আপনার গবাদিপশুকে স্বাভাবিক খাবারের মাধ্যমে হ্রস্টপুষ্টকরণ করুন। স্টেরয়ড বা অন্যান্য স্বাস্থ্যহানিকর রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার হতে বিরত থাকুন। প্রয়োজনে প্রাণিসম্পদ বিভাগ হতে পরামর্শ নিন।

এক নজরে

একনজরে পাঁচবিবি উপজেলা

নামকরণঃ

পারস্যের বণিকেরা পুরাতন লালবাজার থানার সমৃদ্ধি দেখে পানসিভার শব্দ ব্যবহার করেন যা থেকে পাঁচবিবি শব্দের উৎপত্তি হয় বলে ধারনা করা হয়। প্রাচীন জনপদ পঞ্চগৌড় বিকৃত হয়ে পঞ্চগৌরী (পাঁচ+বিবি) পরে পাঁচবিবি হয়। পাঞ্চাবিবি নামের এক বৃদ্ধার জমিতে পাঁচবিবি রেলওয়ে স্টেশন হয়, পরে রেলওয়ে স্টেশনের নাম অনুযায়ী পাঁচবিবি নাম হয়। বিতর্ক থাকলেও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আনুমানিক ১৯০০ সালে বাগুড়ী (খাসবাগুড়ী) এলাকায় এক দরবেশের পাঁচ ধর্মপ্রাণ বিবি ছিলেন যাদের মৃত্যুর পর ছোট যমুনা তীরে পাঁচটি মাজার হয়। তাদের স্মৃতি ও সম্মানার্থে সে স্থানকে “পাঁচবিবি দরগাহ” যা পরবর্তীতে পাঁচবিবি নামে পরিচিত হয়।

উপজেলার তথ্যসমুহঃ

০১।       উপজেলার আয়তনঃ ২৭৯ বর্গ কিঃ মিঃ

০২।       ইউনিয়ন পরিষদের সংখ্যাঃ ০৮ টি

০৩।       পৌরসভাঃ           ০১ টি

০৪।       গ্রামের সংখ্যাঃ     ২৪৭ টি

০৫।       খানার সংখ্যাঃ     ৬০৯৮৩ টি

০৬।       মোট জনসংখ্যাঃ   ২৩৫৫৬৮ জন

                       (ক) পুরুষঃ ১১৮৭৮১ জন

                       (খ) মহিলাঃ ১১৬৭৮৭ জন

০৭।       মোট জমির পরিমানঃ ২৭৯০২ হেক্টর

০৮।       মাজারঃ  ০৩ টি

০৯।       খালঃ     ১১ টি

১১।       শিক্ষা প্রতিষ্ঠানঃ  

                      (ক) কলেজঃ সরকারি কলেজ ০১ টি, বে-সরকারি কলেজ ০৯ টি

                      (খ) প্রাথমিক বিদ্যালয়ঃ ৯১ টি

১২।       হাটঃ      ২২ টি

১৩।       বর্ডারঃ   ০৪ টি

১৪।       ব্যাংকঃ  ১২ টি

১৫।       ঐতিহাসিক লোকের নামঃ   মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী

১৬।       দর্শনীয় স্থানঃ পাথর ঘাটা ও রাজবাড়ী।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, পাঁচবিবি, জয়পুরহাট এর প্রাতিষ্ঠানিক কাঠামো

১। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরঃ ০১টি

২। উপজেলা প্রাণি চিকিৎসালয়ঃ ০১টি

৩। কৃত্রিম প্রজনন উপকেন্দ্রঃ ০২টি

৪। কৃত্রিম প্রজনন পয়েন্টঃ ০৯টি

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর জনবল

            পদের নাম                         মঞ্জুরীকৃত পদের সংখ্যা  বর্তমান জনবলের সংখ্যা  শূণ্য পদের সংখ্যা

১।         উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা         ০১ জন                    ০০ জন                            ১ জন  

২।         ভেটেরিনারী সার্জন                          ০১ জন                    ০১ জন                             ---

৩।         উপজেলা প্রাণিসম্পদ সহকারী         ০১ জন                    ০১ জন                             ---

৪।         ভেটেরিনারী ফিল্ড এসিষ্ট্যান্ট             ০৩ জন                   ০১ জন                           ০২ জন

৫।         ফিল্ড এসিষ্ট্যান্ট (এআই)                   ০১ জন                    ০১ জন                            ---

৬।         ভেটেরিনারী কম্পিউটার                 ০১ জন                      ---                                 ০১ জন

৭।         অফিস সহকারী                             ০১ জন                       ---                                ০১ জন

৮।         ড্রেসার                                         ০১ জন                       ---                                 ০১ জন

৯।         অফিস সহায়ক                              ০১ জন                      ---                                ০১ জন

                          মোট=                               ১১ জন                   ০৪ জন                           ০ ৭জন

পাঁচবিবি উপজেলার গবাদি পশু ও হাঁস-মুরগীর পরিসংখ্যান

(ক) গবাদি পশু ও হাঁস-মুরগী           (খ) বাণিজ্যিক খামারে গবাদি পশু ও হাঁস-মুরগির পরিসংখ্যান

গরু

১৯৫১২০ টি

ছাগল

 ৭৬২৮৭ টি

মুরগী-

 ১৭৭০৪৫৭ টি

কবুতর-

৩২৬৪৫৪ টি

মহিষ-

৮০ টি

ভেড়া-

 ১৯৩১৮ টি

হাঁস-

 ২০৯৯০৩ টি

গাভীর সংখ্যা-

১৩৭৫ টি

 

মোটাতাজা করনকৃত

গরুর সংখ্যা-    ২১১০টি

ছাগলের সংখ্যা-  ৬৮৭টি

ভেড়ার সংখ্যা-   ২২০টি

বাণিজ্যিক খামারে হাঁস-মুরগীর পরিসংখ্যান:

লেয়ার মুরগীঃ ১০৪৭০০টি

বয়লার মুরগীঃ ৩২০০০০টি

সোনালীঃ ৩৮০০০০টি

খামার ও হ্যাচারীর তথ্য:

০১। গাভীর খামারঃ ১৭৫ টি

০২। ছাগালের খামারঃ ৩২ টি

০৩। ভেড়ার খামারঃ ১৯ টি

০৪। মুরগীর খামারঃ

(ক) লেয়ার খামারঃ ৪০ টি

(খ) সোনালী খামারঃ ২৭১ টি

(গ) ব্রয়লার খামারঃ ২৫০ টি

০৫। হাঁসের খামারঃ ১৭ টি

০৬। মোটাজাতা করণঃ ৩২০ টি

০৭। মুরগীর হ্যাচারীঃ ০৩ টি

চলমান প্রকল্পসমূহঃ

১          কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্প

২          ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি ফেজ-২ )

৩          সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প (কোয়ারেন্টাইন)