গবাদিপশু ও পোল্ট্রি খামার রেজিস্ট্রেশন
প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
01) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
02) নাগরিকত্ব সনদের মুল/সত্যায়িত কপি।
03) অংগীকারনামা (খামারটির দ্বারা কারো কোন ক্ষতি স্বাধন হবে না মর্মে)।
04) রেজিস্ট্রেশন ও ভ্যাট প্রদানের চালানের মুল কপি ও অনলাইন চালান ভেরিফিকেশন কপি।
05) পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ০২ কপি।
06) আবেদন পত্র (নিজ হাতে পূরণকৃত)।
07) জমির পর্সা এর সত্যায়িত কপি।
08) পরিবেশ অধিদপ্তরের এনওসি (প্রযোজ্য ক্ষেত্রে)।
নবায়নের ক্ষেত্রেঃ
০১) নাগরিকত্ব সনদের মুল/সত্যায়িত কপি।
০২) রেজিস্ট্রেশন ও ভ্যাট প্রদানের চালানের মুল কপি ও অনলাইন চালান ভেরিফিকেশন কপি।
০৩) পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ০২ কপি।
০৪) আবেদন পত্র (নিজ হাতে পূরণকৃত)।
০৫) রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি।
চালান জমাদানের কোডঃ
গবাদিপশুর খামার রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে-
০১) রেজিস্ট্রেশন ফি জমাদানের কোডঃ ১-৪৪৪১-০০০০-২৩৩১
০২) ভ্যাট জমাদানের কোডঃ ১-১১৩৩-০০১৫-০৩১১
মুরগীর খামার রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে-
০১) রেজিস্ট্রেশন ফি জমাদানের কোডঃ ১-৪৪৪১-০০০০-২৩৩৫
০২) ভ্যাট জমাদানের কোডঃ ১-১১৩৩-০০২০-০৩১১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস